ফুল সৌন্দর্য্যের প্রতীক। তাই ঘর সাজাতে আর মেয়েদের সৌন্দর্য্য বৃদ্ধিতে খোপা ও হাতে ফুল শোভা পায়। যারা সৌন্দর্যের পুজারী তাদের কাছে ফুলের আকর্ষণ-তীব্রতর। ফুল আনন্দের প্রতীক। তাই বিবাহ, জন্মদিন ও বিভিন্ন উৎসবে ফুলের ব্যবহার ব্যাপক। ফুল মনের কথা বলে। তাই প্রেম নিবেদন করা, কাউকে বরণ করা, শ্রদ্ধা জানানো ও উপহার প্রদানের সময় রকমারী ফুলের ব্যবহার পরিলক্ষিত হয়। ফুল পবিত্রতার প্রতীক। তাই মুসলিম সম্প্রদায় কোন আউলিয়া দরবেশের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, হিন্দু সম্প্রদায়ও তাদের দেবতার সন্তুষ্টির জন্যে পুজা মণ্ডপে তুলে দেয় ফুলের উপহার।
শেষে ফুলের সৌরভ তৃষিত মনের পিপাষা মেটায়। সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত দেহে ফিরার পর ফুল সজ্জিত ঘরে ফুলের সুগন্ধ মনে অনাবিল প্রশান্তি এনে দেয়। বাসাবাড়িতে ফুলের চাষ পরিবেশকে সুন্দর করে তোলে। ফুলের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের রুচি বোধের বিকাশ হয়। কথিত আছে জাপানীরা অভাবে অনাহারে থাকবে তবু ফুলে কিনে ঘর সাজাবে।
আসুন আমরা জেনে নেই বিভিন্ন ফুলের পরিচয়।
হুসনেলতা
হুসনেলতা